তৃষিত মনে
অবশ্রান্ত ঝরে পড়ে  
শব্দহীন জটিল ব্রিক্ষিপ্ত বৃষ্টি।
হোক উর্বর হোক সে স্বনির্ভর  
শুনতে থাকি ঘনসবুজ ফসলের গান
আকাশ হোক নীল পলাশেরা হোক লাল
হলুদ হলে নেই ক্ষতি মন হয়ে যাক প্রজাপতি


তুমি ও কি ভিজবে? তোমার বৃষ্টি ভালো লাগেনা
ও, তোমার তো রুপালি ইলিশ জ্যোৎস্না ভালো লাগে
তুমি নাকি জ্যোৎস্নায় ভিজিয়ে নাও তোমার মেঘ এলোচুল
দেখি তো সময় কটা হোল এখনি তো তোমার আসার কথা ছিল
অনেকদিন পর আসছ চিনবে তো? কি জানি শুরুতে কি কথা বলব!