১)
এমন কটা পাগল পেলে দেশ যেত না রসাতলে।
যে পাগল আখের গুছায় না
যে পাগল অন্যায় দেখতে পারেনা ।
যে পাগল ঝাঁপিয়ে পড়ে বিপদ কিছু দেখলে
যে পাগল আঁধার রাতে স্বপ্ন-মশাল জ্বালে ।
এমন কটা পাগল পেলে দেশ যেত না রসাতলে।


২)
অনবদ্য চুপকথার রুপকথা।
ওরা যে দণ্ড মুণ্ডের মাথা ।
ওরা পৃথিবীর সবজান্তা
খিদেয় ভাত শীতে দেয় কাঁথা।
পারলে মুখ বুজে সয়ে যাও ব্যথা
যেমন ক্রীতদাস শোনে আদেশ কথা।


৩)
কাল ও সে জীবন্তই ছিল
হাসপাতালের গাড়ীতে হেঁটেই গেল।
সেখানে ছিলনা শয্যা ওষুধ ও পেলনা
শ্বাস কষ্টের যুদ্ধে সে জিততে পারলনা।


৪)
তোমরা কর দলাদলি
এই সুযোগে মরন খেলি।
পলাশ বেলি কোথায় গেলি
আয় চলে আয় সকল ফেলি।
সুযোগ বুঝে টুপ করি
প্রাণটা নিয়ে কেটে পড়ি।