প্রতি আশা মুক্তি খোঁজে সবুজ ঘাসে ঘাসে
প্রতি ফুল স্বপ্ন দেখে সূর্য দেখার আশে ।
প্রতি শিশু বর্ণপরিচয়ে আনবে নতুন দিন  
প্রতির কিছু হারিয়ে যায় আলো যখন ক্ষীন ।।


কিছু ফুরিয়ে যায় ভীষণ ভয়াল দর্শনে  
কিছু কুঁড়িতেই যায় ঝরে কীটের দংশনে।
কিছু শৈশব কুঁকড়ে যায় আগুন পরশনে
কিছু আবার দাঁড়ায় রুখে স্রোতের উজানে ।।


ইচ্ছাগুলো একসাথে আবার জড়ো করি
ইচ্ছাগুলো মল্লারের সুরেতে গান ধরি ।
ইচ্ছাগুলো নানান রঙে নতুন করে সাজায়
ইচ্ছাগুলো বুকের ভিতর বৃষ্টি হয়ে ভেজায়।