উরন্ত চিল


নন্দিনী আবার ইচ্ছা হলে ফিরে এসো
আমি চাইছি ফিরে যেতে
   ফেলে আসা দিনের কাছে
কিছুতেই ফিরতে পারছিনা।
যতবার এগোয় পিছিয়ে যাই ।
চোরা স্রোতে হারিয়ে যাই ।
মাঝে মাঝে যখন সামনে বিশাল ঢেউ
আশে পাশে তখন তোমায় খুঁজি ।
পায়ের নিচে শিকড় গজিয়ে ওঠে
আমার শব্দহীন চিৎকারে একলা উরন্ত চিল
         বার বার ডানা ঝাপটায়।


পাতার বাঁশি


যদি পাই পাতার একটা বাঁশি
         আমার আর কিচ্ছু লাগবেনা ।
তোমার চোখে ঘুম এনে দেব
         অবসাদ আর কিচ্ছু থাকবেনা।
মেঠো সুরে মন মাতিয়ে দেবো
        আর না মনের গোপন কান্না ।
দেবে কিনে পাতার একটা বাঁশি
        আমার আর কিচ্ছু লাগবেনা।