কতদিন তুমি আসনি, এই বুড়ি গঙ্গার তীরে
এখান থেকে দেখা যায় রেলস্টেশন ওই দুরে ।


বর্ষায় এখানে কদম, বসন্তে কৃষ্ণচুড়া ফুটে থাকে ।
স্রোতবিহীন অবস্থায় কচুরিপানায় ভরে থাকে ।


এখন জল থৈ থৈ নাওয়ের চলে আনাগোনা
ভাবি পরের নাওয়ে তুমি আসবে ও শুধুই কল্পনা ।


একটা দীর্ঘশ্বাস কেন জানি বাতাসে মিশিয়ে দিচ্ছি  
তখনি যেন শুনি তুমি চিত্কারে বলছ আমি আসছি ।


ধীরে আঁধার ঘনায় আমার বোবা কান্নায় ঝিঝি ডাকে
একরাশ স্মৃতির ছায়া পড়ে থাকে মেঠো পথের বাঁকে  ।