বুকের মধ্যে কালো গভীর একটা রাত
অপেক্ষা করছে সুস্থ একটা সকালের জন্য।
একটা একটা করে নিভে চলেছে আলো,
মুখ ফিরিয়েছে দেশের অগ্রগণ্য যত ভালো।
আকাশজুড়ে কালপুরুষের থাকার কথা ছিল,
দেখা মেলেনি, যদিও আকাশ পরিষ্কার ছিল।
বহুপথ অতিক্রম করে বাড়ি ফিরতে চেয়েছিল।
অন্ধকারে ওরা একের পর এক হারিয়ে গেল।
ঠিক অনেকটা যন্ত্রনা আর  গোপন কান্নার মতন,
পেটের খিদে যে মানেনা রাজ্যের কথার কথন।


অনেকদূরে কালপুরুষ হয়তো লক্ষ্য করেছিল।  
কালপুরুষের কিচ্ছু করার ছিলনা,নির্বাক ছিল।
কারণ কালপুরুষ'এর হৃদয় বলে কিছু নেই।
কপালে ভাঁজ পড়েনা চোখ মরুভূমি জল নেই।
এত যন্ত্রণা এত সব মৃত্যু এত দুঃখ অনুতাপে
শুনেছি কাল নাকি ঝড় আসছে,বিশাল ব্যেপে।
ঝড় আসে আসুক বুক পেতে বলব দাঁড়িয়ে
কত দুঃখ আছে সবই দাও দিওনা ফিরিয়ে।
তারপর যদি কিছু দক্ষিণা দিতে বাকি থাকে,
মৃত্যু দিও,খিদেটাকে যেন না দেখি পথের বাকে।