কবিরা নাকি হারিয়ে যায় !
কোথায় হারায়?  দিব্যি থাকে বেঁচে বর্তে ।
নারীর শরীরে, বাতাসের গভীরে, ফুলের সৌরভে
ঢেউ তোলা পালে, শালিকের ডানায়, কবিতার গৌরবে ।
কবির নাকি মরে যায় !
দিব্যি থাকে রক্তাক্ত হয়ে ট্রাম লাইনে
হাত পা জিভ কেটে নেওয়া জল্লাদের তরবারিতে
'বিপ্লব দীর্ঘজীবী হোক; লেখা প্রাচীর দেওয়ালে।
কবিরা নাকি ভবিষ্যৎ দেখতে পায়!
রাতজাগা পাখির ডানাতে আসন্ন ভোর দেখে
প্রতি ফসলের দানাতে দেখে আহারের শব্দলিখন
সারিবদ্ধ পিঁপড়ের আনাগোনাতে ঝড়ের সঙ্কেত ।
কবিরা নাকি সমাজ জাগায়!
ধুসর বানজার জমিতে স্বপ্নের বীজ বুনে রাখে
বুকের ভিতর জ্বেলে দেয় নতুন দিনের আলো
গহন বনে হারিয়ে যাওয়া পথ খুঁজে দেয় গানে ।
কবিরা নাকি বিক্রি হয়ে যায়!
সুখ আর ঐশ্বর্য -এর মায়াজালে পথ হারায়
মসৃণ একটা পথ বেছে নেয় আত্মতৃপ্তি পেতে
তিনি তবে চাটুকার ;কোনোদিনই কবি ছিলেন না।