একটা কবিতার জন্ম
ভোরের সবুজ ঘাসের শিশির কণায়
নাম না জানা ধুসর পাখির পালকে ;
পথ হারানো পাহাড়ী নদীর অভিমানে।


একটা কবিতার জন্ম
সেই বিজয়িনী যে হারতে হারতে
শিখে নিয়েছে কিভাবে জয়ী হতে হয়;
উচ্ছসিত হাসি আর চোখের জলে ফোটায়।


একটা কবিতার জন্ম
অল্প আলোর ল্যাম্প পোস্টের নিচে
যে মেয়েটা দাঁড়িয়ে নোখ খুটে চলেছে;
উজ্জ্বল রঙের ঠোটে আর সস্তা নেলপালিশে ।


একটা কবিতার জন্ম
যে ছেলেটা প্রতিদিন পোস্ট অফিস যায়
একটা বাদামী রঙের খাম পোস্ট বক্সে ফেলে;
আর ভাবে নিজের যোগ্যতায় চাকরি পাবে ।


একটা কবিতার জন্ম
যে শিশুটাকে তার মা একটু একটু করে
মানুষ করে তোলে। সেই মানুষটা মাকে
জীর্ণ পাতার মতন একদিন ঝরিয়ে দেয় ।


একটা কবিতার জন্ম
একটা নারী একটা পুরুষের ভালবাসায়
দৈনন্দিনের জীবনের ভাঙ্গাগড়া তিক্ততায়;
তাদের অবহেলিত সন্তানের বোবা কান্নায় ।



কবি খলিলুর রহমান- এর জন্মদিন উপলক্ষে আমার এই কবিতা উত্সর্গ করলাম । বন্ধু ভালো থেকো ।