বৃষ্টি আসুক বা নাই আসুক আজ সে আসবে !
তার শরীর জুড়ে থাকে স্নিগ্ধ তমালের ছায়া;
চোখের ভাষায় চিক চিক করে কত মায়া ;
সে আসবে এলোচুল উড়িয়ে জানিয়ে দেয় ।
রুপালী স্বচ্ছ নদী তার বুকের উপত্যকায় ;
বলেছিল সিন্ধু থেকে চিত্রিত নুড়ি আনবে ।


বৃষ্টি আসুক বা নাই আসুক আজ সে আসবে !
জানি সে সাগর থেকে আনবে উড়িয়ে লোনাজল ?
আকাশকে বলেছে আঁখির পাতায় পড়তে কাজল ?
বজ্রপাতে দশদিক কম্পিত তবে ওরা দিয়েছে সাড়া ?
মাটিকে বলেছিল ক্ষণেক তিষ্ঠ এনে দেব বারিধারা ;
ওষ্ঠসুধায় অমৃতধারা! যা আমায় অমর করে দেবে!