১)
জীবনে যা চেয়েছি পাইনি যা চাইনি তা অনায়াসে আসে ;
রবিবার লাবন্যর বন্ধু হতে অনির্বান বাড়ি আসতে চেয়েছে ।
অস্তমিত রোদ্দুরের মতন ওকে ফেরাতে পারব কিনা জানিনা ?
আজ পিওন-কাকু সাক্ষর করে বাদামী রঙের খাম দিয়েছে !


২)
কাল ঘুমের ভিতর হেঁটে হেঁটে গেছি ছাতিম গাছের নিচে
ফুলগন্ধে লাবন্য দাঁড়িয়ে সেখানে, আমার স্বপ্নে মনে হলো।
অবচেতনে কেমন করে রয়ে গিয়েছিল সেই ফুলের সুবাস  
তুইতো কবি, তুই কেন এখানে এলি? অনিকেত বলেছিল।


৩)
জান অরণ্য, খাম খুলে দেখি দিদিমনির চাকরিটা পাকা ;
আমার আপন জনেরা যদি কিছু বলে দাঁড়াবো মুখোমুখী ।
অনির্বান ও আমার এই নতুন সফরে বেশ খুশি হয়েছে,
পুরোনো কবিতা পাঠ করবার মতন আমি কিন্ত বেশ সুখী ।


৪)
তোমার অনির্বান কি বিদেশী কোম্পানির মস্ত বড় অফিসার !
ওর খুশিতে তুমিও খুশি, নিশ্চয় চায়ের কাপে তুফান উঠেছে ।
আমার কবিতার খাতা তোমার বুকের সিন্দুকে থাকবে কি ?
আমি অরণ্য নই, @৩১৭#  এখানে আমার নাম পাল্টেছে ।