কাল জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নজরবন্দী করে রেখেছিল;
গোটা দিনটা যেন একটা দুর্দান্ত ম্যারাথন, অনবরত দৌড়েছি ।
একই প্রশ্নের সম্মুখীন হয়েছি কতবার কতরকম অভিব্যক্তিতে ;
লাবন্য,আমি কি গুপ্তচর!মাথার অসহ্য যন্ত্রণায় চেতন হারিয়েছি ।


অরণ্য,বুকে এক হিমালয় হিমবাহ নিয়ে কেমন যেন শিথিলতা;
এক সন্ধ্যায় শেষমেষ প্রতিবাদী হয়ে বাবার মুখোমুখি দাঁড়ালাম ।
নিজের আত্বজার কাছে হারতে কেউ চায়? উনি সম্মুখ সমরে ,
তখনি মা এসে মাঝে দাঁড়ায়।খরস্রোতা নদীটা পেড়িয়ে গেলাম ।


আজ আমার ছুটি। হাঁটতে হাঁটতে একটা টিলার উপরে উঠলাম ।
বিশ্বাস করো লাবন্য, নিজেকে লাগছে ঠিক হালকা মেঘের মতন,
অনির্বানের কথা বলছিলে না! ওকি সত্যি চিরন্তনী বন্ধু হতে চায় !
তবে কেন চাও? আমার মতন এমন অনিশ্চিত ভবিষ্যত জীবন ।


কফি হাউসে বসে অনির্বানের সাথে অনেকক্ষণ কথা হয়েছে ,
হিংসা করোনা অরণ্য, যা ভাবছ ও তেমন নয়, ও বন্ধুই হবে ;
তোমার আমার শেষ দেখার সবটুকু ও মন দিয়ে সে শুনেছে ,
আস্বস্ত করেছে বিপদে আপদে প্রকৃত বন্ধুর মতন পাশে থাকবে।