খাবারের দানা খুটে নেয় একটা শালিক ।
কপালে হাত রেখে রোদের তাপ মাপছে চাষী ।
ফুলেরা সুবাস ছড়িয়ে ডেকে নেয় মৌমাছি ।
হাড় জিরজিড়ে ছেলেটা কাঁদেনা ও মাকে খোঁজে ।
আবীর গন্ধে না বিয়ে হওয়া মেয়ের মন ভালো হয়।
কানন দেবীর গান এখনো কে শুনছে - আমি বনফুল
তোমার কথা ভাবলে রাত দিন সমান হয়ে যায়।
আজ বসন্তদিনে বনলতাকে বলে দেবো মন কথা ।