তোমার কাছে আছে নাকি মন খারাপের ওষুধ ?
আজ আমার এক পাহাড় মন খারাপ ।
পাহাড় বলল - আমি নিজেই ছায়াহীন, অবিশ্বাসী
সবুজের বিন্দুমাত্র নেই, প্রতিদিন ক্রমশ অপসৃয়মান ।
সমুদ্দুরের কাছে যেতে সেও ফিরিয়ে দেয় ।
সে বলে - এত্তবড় হৃদয়খানি নিয়েও আমি অপেয় !
আমি নিজেই খুঁজে ফিরি অবিরত সেই মহৌষধ ।
আজও তীরের কাছে নিত্য যাওয়া আসা ।


পদব্রজে সারাটা বিশ্ব করেছি ভ্রমন
সকলেই শূন্যহাতে ফিরিয়ে দিয়েছে ।
শিশির সবুজ ঘাসে যখন পা ভিজে যায় ।
সবুজ ঘাসেরা হেসে বলে-  
কিচ্ছু চেওনা, এই পৃথিবীর যা কিছু সব তোমারি
সুখ দুখ হাসি কান্না কালো সাদা সব তোমার
তখন আর ওষুধ লাগবে না ।
মন এমনিই হবে আনন্দময় ।