ওরা নাকি ফুলের মতন ফুটে ওঠে
ওরা কেউ ঠায় পায় সাদা পাতায়
                  কেউ মুষড়ে যায় ঝরে ।
বুকের ভিতর অন্ধকারে গুমড়ে ওঠে
বুকের ভিতর আলোর উত্স খুঁজে
                  প্রান্তরেতে ছড়িয়ে পড়ে ।
কখন ওরা রক্তাক্ত হয়ে ধুঁকতে থাকে
কখন ওরা আঁধারে আলো জ্বেলে জ্বেলে
                  ভালবাসা খুঁজে মরে ।
ঢেউ এর পড়ে ঢেউ নিয়ে প্রেমিক সাজে
ঢেউ এর বুকে ফেনার মতন অবুঝ মন  
                  রেখে দিয়ে যায় ফিরে ।
ডানায় বুনো গন্ধ মেখে গোধুলিতে ফেরে
ডানায় ভোরের কুসুম আলো মাখবে বলে
                  ডানা ঝাপটায় ভোরে।
কলম আখরে স্বর্ণাক্ষর সে শব্দে জগত মাতে
কলম যখন দাঁড়ায় রুখে হয়ে আগুন তরবারী
             বিপ্লব আসে ঝড়কে সাথী করে ।