আমি নদীর সাথে চলতে চলতে
কথা বলতে বলতে কখন নদী হয়ে গেছি।
এখন আমি আর পিছনে ফিরে দেখিনা
কেউ ডাকলে আর সাড়া দিইনা
পিছনের দিকে চাওয়া বারণ
দেখি সামনে শুধু এগিয়ে যাওয়া।
ভাঙতে ভাঙতে গড়তে গড়তে এগোনো
যেতে যেতে কেমন চোখে নেশা লাগে
নতুন দেশ নতুন মানুষ নতুন ভাষা
কেউ কেউ বাধতে চায়,
ধরা দিয়ে ও ধরা দিইনা, এগিয়ে যাই।
নীল চোখ নিয়ে কেউতো আছে।
যে আমায় আজন্ম ডাকে মিলন তিয়াসে
সে ডাক উপেক্ষা করি কি করে?
আমি এখন নদী ছুটে যাই কাছে।


আমার সাথে কথা বোলনা ।
আমার সাথে পথ হেঁটে যেওনা।
তুমি ও আমার মতন নদী যাবে।