১)


প্রকৃতির সাজে আমরাও যে সেজে উঠি।
তার কাছেই তো দুহাত পেতে থাকি
     নিই সকল তার নিঃস্ব করে
     যা কিছু তার গোপন কড়ে ।
কখন সে দাতা ত্রাতা কখন সে মৃত্যুদাতা
কখন ভ্রূকুটি কখন বরাভয় কখন পরিত্রাতা।


২)


তোমার ভালবাসা রাতের মতন
     বেঁচে থাকা যেন মৃত্যুর মতন।
তুমি আগুন নিয়ে এসেছ আমি বৃষ্টি
            সকলে বলে অনাসৃষ্টি ।
সে আগুন পলাশের ফাগুনে নেই
         চোখের আগুনে হই ছাই ।