আমার এখানে বৃষ্টি পড়ে যখন তখন
সবুজ পাতারা আরো সবুজ বৃষ্টিতে স্নান করে
নিঃশব্দের স্তব্ধতা ভেঙে দেয় টুপটাপ শব্দ
ভিজে পাতায় আশ্চর্য সোঁদালি গন্ধ বারোমাস ।
আমায় ঘিরে যারা থাকে ওরা নির্লোভ
ওরা যে এখন ভীষণ বিপন্ন
ওদের নিরাপদ আশ্রয় এখন আগুনের দখলে
আমার কাছে আশ্রয় চায়, চায় নিরাপত্তা ।


আমার চোখে শুধু নিরব অশ্রু
প্রতি শিরায় উপশিরায় অসহায়তা
পুড়ে যাচ্ছে যুগযুগান্তের নিস্তব্ধতা
ছাই হয়ে উড়ে যাচ্ছে দুরে কোন সুদূরে ।


আমার সারা শরীর জুড়ে আগুনের শিখা
এমন বহ্নিময় রূপ দেখেও তোমরা শান্ত শীতল
তোমরাও যে আমারই সন্তান তবুও... ভাবো
অরন্যমাতা নিশ্চিন্হ হয়ে গেলে
         তোমরাও একদিন হারাবে অস্তিত্ব ।