নরম চাঁদের আলো আমার শিউলি ফুলে ।
তখন বাতাসেরা চুপি চুপি কথা বলে ।
এখনই কিশোরী সন্ধা যুবতী রাত্রি হবে
      এমন ক্ষণে তুমি যাবে কি চলে ?


নদীর বুকে গভীর তৃষ্ণা
         সেও বুঝি তীর খোঁজে ।
বার বার জ্বলে জোনাকি  
       ওদের বুকে কি ব্যথা বাজে ।
এখনই কিশোরী সন্ধা যুবতী রাত্রি হবে
      এমন ক্ষণে তুমি যাবে কি চলে ?


জোত্স্নায় ভিজে শিউলি ঝরে
         রাগে আর অনুরাগে ।
দীর্ঘ প্রতিক্ষায় এমন কোজাগরী
         কেউ কি আছ জেগে ?


রাতের মতো হারিয়ে যেওনা
       বাতাস হয়ে জড়াবো চুলে ।
জোত্স্না দিয়ে সাজাব তোমায়
       জোনাকির মতো থাকব জ্বলে।
এখনই কিশোরী সন্ধা যুবতী রাত্রি হবে
      এমন ক্ষণে তুমি যাবে কি চলে ?