ও বড় ঘরের ললনা, যাচ্ছ কোথায় বলনা?
সঙ্গে সখী রঙ্গনা, কেন যে করো ছলনা ?
মুখে রাখ মুচকি হাসি, যেন আমায় চেননা?
শুভ্রকেশে দারুন মানায়, যেন সরস্বতী বন্দনা।
গলায় মালা শুভ্র চমক, কি ওগুলো মুক্তো না?
ভোর সকালে ধীর পায়ে রাজপথ জুড়ে দুইজনা ।
হাজার পসরা সাজানো ছিল, কিনলে কি ফুল না?
কাঁপা হাতের ক্যামেরাতে বন্দী তুমি রেগে যেওনা ।