এখানে শুধু শন শন করা সাগর শব্দ পাথর নুড়ি।
ঢেউগুলো পাথরের খাঁজে খাঁজে খেলে লুকোচুরি ।
বালি ছুঁয়ে ছুঁয়ে যায় একের পর এক ঢেউ গোনা ;
বালুরাশির আকন্ঠ তৃষ্ণা তৃষ্ণা ভাব যেন মেটেনা।
রেখে রেখে যায় কিছু কিছু সাদা ফেনার জলছবি ।
দিবাকর মাঝ গগন থেকে ঝুঁকে ঝুঁকে গেল পশ্চিমে;
বুক সাদা পাখীরা ঝুপ ঝুপ ওঠে নামে বুঝে না বুঝে,
মুখে অদ্ভূত শব্দ করে ওরা কি ডুবে ডুবে কিছু খোঁজে?


সেই তাকে যে সমুদ্রপ্রিয়া,আমিও খুঁজে খুঁজে ফিরি ।
আলো আলো মুখ অস্ত রোদ্দুর রেখে যায় সরাসরি ।
কখন যে সমুদ্র স্নান সেরে সেরে সে ফিরবে ঘরে ?
কোলাহল একটু একটু করে স্তিমিত দূর থেকে দুরে ;
ক্লান্ত নুলিয়ারা একে একে সবাই ফিরছে তীরে
এখন মনে আশা ক্ষীন হতে ক্ষীনতর ধীরে ধীরে ;
নীল নীল আকাশে বাঁকা কাস্তের মত চাঁদখানি ।
হেসে যেন বলছে - সমুদ্রপ্রিয়া আজো আসেনি !