কিছু রয়ে যাবে তোমার কীর্তিগাঁথা
যেমন নদী রেখে যায় তার স্রোতধারা,
প্রতি পাথর নুড়িতে ভরে রাখে প্রত্যাশা।
হারিয়ে গিয়ে হারিয়ে যাবে না কীর্তিগাঁথা
কালের স্রোতে ফুরিয়ে গেলেও কিছু থাকবে
যেমন আমের মুকুলে থাকে সুপ্ত প্রাণ।


কিছু রয়ে যাবে তোমার ও কীর্তিগাঁথা
পারলে তুমিই রেখে যেতে পারবে !
মৃতসঞ্জীবনী সুধাধারা বর্ণের আখরে আখরে।
আজ তোমার ছোঁয়ায় ফুল ফুটুক মানবতার
পাশের থাকবার, সকলে মিলে বেঁচে থাকবার।
আসন্ন ঝড় বাদল রাতে আলো জ্বেলে দেবার।


সকলে মিলে ঝড় শেষে অপেক্ষা নতুন দিনের।
যাত্রা শুরুর গল্প শোনাবে নতুন পৃথিবী গড়বার ।