আকাশই ভেজালো চোখ বৃষ্টিতে, নেয় নি তো ঝুঁকি,
কখনো এমন হয়, ফেরারী সময় কিছু ফিরে আসে, বসে মুখোমুখি।
মেঘেরা প্রশ্রয় দেয় ঠোঁট ছুঁয়ে, ভিজে চোখে বাতাসি নজর
মনের গভীরে মন বেনামী আমন্ত্রণ, খুঁজে ফেরে আপন ও পর।


অনেক বসন্ত পরে আজো ছবি আঁকে লোকজন,
পর হওয়া গলি ঘুঁজি, জীবনের হিজিবিজি এঁকে চলে বদ্ধ চতুষ্কোণ
অভ্যেসের হাত ধরে অক্ষর পুরনো হয় বৃত্তেরা ছোট অবশেষে,
এখনো শালের ছায়া, বৃষ্টিতে ভিজে ভিজে, বকেয়া গোনায় মৃদু হেসে।


এমন বৃষ্টি হলে সাদামাটা দিনগুলো আমূল বদলে যায় দেখি
রোজকার বাহানারা কোথায় লুকোয় মুখ, এমন দিনেতে তা চলে কি?
হঠাৎ বৃষ্টি হলে শুধুই ভিজতে চায় আকাশ আকাশ নীল শাড়ি
মেঘেরা আপন বড় ভালোবাসে, কাছে আসে, সামলাতে পারে না আনাড়ি।


এখনো জমিয়ে রাখে কয়েক হুতাস, দুপুরের গুম চিলেকোঠা
ভেজা ভেজা রাতদিনে, দুনয়ন নেয় চিনে অসময়ে বৃষ্টির ফোঁটা।