.       পরিচয়ের তালমেলগুলো ঠিক সময়ের মত।
        আঙুলের ফাঁক গলে কখন বেরিয়ে গেছে কে জানে।
        এখন শুধুই কিছু ভোঁতা অবয়ব
        আর ধার নেওয়া দেঁতো হাসি ছাড়া বাকি নেই কিছু।
        আটকে আছি, ভীষণভাবে আটকে আছি গোলোকধাঁধায়,
        তাই তো আপন মনে বিরহের খোঁজ।
        কি হবে পরিচয়ে, ভুল তো লোকে এমনিতেও বোঝে,
        বরং ব্যাক্তিগত খুনসুটি সিন্দুকেই তুলে রাখি।
        বে-লাগাম হওয়ার সুখে সবাই কি আর সবুজ হয়,
        কিছু নজর সারাজীবন সোজাও তো থাকে ভুল করে।
        সাদামাটা জীবনটার মত।
        তাছাড়াও, আলাপের দাম কত টুকু?
        সবই তো ভাল থাকার গল্প বা রূপকথা।
        অচেনার হাত ধরে কেটে যায় আস্ত জীবন।
        ধবধবে বিছানায় বহুচেনা স্পর্শেও থাকে
        কত শত অচেনার বাস। বুঝি কতটুকু?
        তাই ভাবি, কি হবে নামের বোঝা বয়ে।
        এই আছি বেশ।
        রাজা ও বিরহী কন্যা, আহারে বাছারে…
        নাই বা ধরতে পারি, থাকো অধরাই,
        তবু থাকো পাশে। তাও বল কম কিসে।
        জানি সঞ্চয় কিছু আছে অবশেষে।
        ভালবাসা নাম।।