হিসেব-নিকেশ কড়ায় গন্ডায় যারা বুঝে নেয়
নিজের স্বার্থে অন্যের দ্বারে বিপদ ঠেলে দেয় ,
বুকের ভেতর ব্যথা-বৃষ্টি করে বরষণ
আপন তারা নয় কখনও তারা পর-জন ।


দেখতে তারা পায় না পথে ছড়িয়ে থাকা সুখ
মোহ-মায়া তাদের দিয়ে করায় যে ভুলচুক,
যতই কাছে থাকুক তারা সারা জীবন ভর
মন থেকে যে বহুদূরে তাদের বসত ঘর ।


দম্ভ নিয়ে চলে তারা ছোঁয় না মাটি পা
চলতে ফিরতে অকারণে অন্তরে দেয় ঘা,
হয় না এরা কখনও যে কারও আপন জন
আপন হতে চাইলে এদের পোড়ে শুধু মন ।


নিজের স্বার্থ ত্যাগ করে যে অপর কে সুখ দেয়
সকলেরই ভালোবাসা সেই তো কেড়ে নেয়,
মনের কাছাকাছি করে নিঃস্বার্থ জন বাস
পাহারা দেয় সুখ ও দুঃখ তাঁরা বারো মাস ।

ধনদৌলতের বহর না থাক থাকে বড় মন
সে মন নিয়েই দাঁড়ায় পাশে দুঃখে আপনজন ,
বিপদ এলে জীবনে তাই ভয়টি পাওয়া নয়
বিপদেই হয় আপন-পরের সঙ্গে পরিচয় ।