এক বসন্ত এলো গেলো
দু'হাত ভরে বাজলো তালি
ত্রি-নয়ন সে দেখলো খুলে
চারপাশে  তার শুধুই খালি ।।


ফাগুন মানেই সবার জীবন
ফুলে ফলে নয়তো ভরা
বুকের মাঝে সুখ নেই যার
তার বসন্ত বিলাপ করা।।


কোকিলের ডাক, পলাশ ফোটা
এ সব কিছুই  চিরায়ত
বসন্তে বিরহ এলে
রেখে যায় সে বিরাট ক্ষত ।।


পাতা ঝরার বিকেল বেলায়
সে অসুখটা বড্ড কঠিন
সারে না তা খুব সহজে
দাগ রেখে যায় বসন্ত দিন ।।


আকাশ জুড়ে মন কেমনের
অতৃপ্ত এক ‌ উথলানো ঢেউ
যার ব্যথা সে-ই মর্ম বোঝে
আর তো সেটা বোঝে না কেউ ।।