রাঙিয়ে দিয়ে গেলি বলেই বসন্তের এই প্রাতে
মন বাগানে ফুল ফুটিয়ে চোখ রেখেছি তাতে ।
কোন ফুলে কি, রঙ লেগেছে --- দেখতে গিয়ে আমি
কাজ ফেলে সব বারে বারে সেই বাগানেই নামি ।


নীলকন্ঠের নীল বলে যায় খুব সকালে উঠে
যেতে হবে তারই কাছে সবার আগে ছুটে ।
নীলের মায়ায় ভালোবাসার উজ্জ্বলতা মেখে
মুছে দেবে মনখারাপ সে আলোর ছবি এঁকে।


গোলাপ ফুলের পাপড়ি গুলো মর্মঘাতী লালে
সেজে উঠতে চেয়ে হাসে আমারই এই ভালে ।
মন ভোলানো আদরটুকু হলুদ রঙে রেখে
অতসী‌ও হয় যে পাগল আমায় ডেকে ডেকে ।


তুই রাঙিয়ে গেলি বলেই নিরালা প্রভাতে
ভালোবাসার রঙগুলো চায় আমাকে ডোবাতে
ডুবতে চেয়ে পলাশ বনে আমিও মৌতাতে
তোর জন্যই চুমু রাখি আবির রাঙা হাতে ।
****