ওপারে শেকড় এপারে ডালপালা
ওপারে সূর্যোদয় এপারে অস্ত রং ঢালা ।।
বুকের মাঝ বরাবর কাঁটাতারের বেড়া
জীবনটা যে একই গল্পের ভাগ করা দুই প্যারা ।।
রাত্রি পার হয় দিশাহীন পথ
ডাইনে-বাঁয়ে দেখে নেয় সুগভীর ক্ষত ।।
এক আকাশ নীল
দুই প্যারাতে ভাগ হয় ,
যন্ত্রণার সেই নীলে মিলেমিশে কাঁদে
জয়-পরাজয় ।।