মৌলবাদকে যে জাতি ধর্ম মানে সেই জাতির উদ্দেশ্যে লেখা। সত্যিকার অর্থে তাঁরা হিন্দু ,মুসলমান , বৌদ্ধ ,খ্রিস্টান কোনো ধর্মেরই হতে পারে না। ...
নিরীহ প্রজাতি
আভা সরকার মণ্ডল
থাকে না যাদের হাতে কোনোদিনও
সুরক্ষিত কারও মান
উড়ে এসে তারা জুড়ে বসে যায়
হয়েই ক্ষমতাবান!
শান্তির ছেলের মনের বাসনা
পূর্ণ হয় রাতারাতি
ওদিকে, মরার জন্যই জন্মায়
যুগে যুগে হিন্দু জাতি।
নিরীহ প্রজাতি --- রক্ত ভয়ে ভীতু
শক্তিহীন চিরকাল
ভালোবেসে তাঁরা কুমিরকে ডাকে
দুই হাতে কেটে খাল।
এ সুযোগ পেয়ে ফণা তোলে সাপ
সরীসৃপ ভয়ংকর
বিষাক্ত ধর্মের বিষগুলো তার
দাঁতে নখে করে ভর!
ছোবলে ছোবলে উলঙ্গ করে সে
বিকৃত মনের আশ
স্বগোত্র সকলে চুপে-চাপে দ্যাখে
নিরীহের সর্বনাশ ।
নৃশংস হিসেবে পরিচিত জাতি
কূটকৌশল বেশ জানে
হনন, ধর্ষণ, ক'রে পার পায়
সর্বদা সবখানে ।
হতে পারে কেউ মর্মব্যথী, তবু
তলে তলে তাঁরা ভাই
অন্যের কারণে ভায়ের বিরুদ্ধে
কখনও যায় না তাই।
কোনো ধর্মে যদি--- বিভেদের বাণী
প্রতি ছত্রে লেখা থাকে
সে ধর্মে প্রাণিত, জন থেকে যেন
মানুষেরা দূরে থাকে ।
*****