বাতাস বয়ে বেড়ায় ভাইরাস, ধ্বংস করার জিদে
রোজার শেষে মানুষ মাতে অন্যরকম ঈদে।।


ঘরের ভেতর নামাজ চলে দুখী দুখী মুখে
বাইরে গেলেই বিপদ গুলো দাঁড়ায় এসে  রুখে।।


এরই মধ্যে আবার আসে ঝড়টি প্রকোপ নিয়ে
সহায় সম্বল নেয় ছিনিয়ে, যায় হাহাকার দিয়ে ।।


অভাবী ঐ পথের শিশুর মুখের হাসি উধাও
ঈদের দিনে  এবার একটু ওদের কুশল শুধাও।।


প্রতি বছর ঘরে ঘরে জাঁকজমকের ভিড়ে
কত অভাব আর অভিযোগ রাখে ওদের ঘিরে।।


বিলিয়ে সব আনন্দ আজ দুঃখী জনের ঝোলায়
পালন করলে খুশির ঈদ মন, ভাসবে সুখের দোলায়।।


এই বিপদে নিজের খুশি করবে না তো শব্দ
সেই দুখেতেই ভাইরাস বেটা ঠিক যে হবে জব্দ।।


মনে মনে কোলাকুলি চলবে দূরে থেকে
সামনের ঈদে এক হবো সব এই ভরসা রেখে।।