বর্ণ ছড়ানো দু-চার লাইন লিখতে বসেছে মন
আজ যেন জীর্ণ
সীমাহীন বিষণ্ণকরণী আঁধারেতে ডুবে
হয় যদি প্রাচীন
অতিথি এবার আমিও করি
পালানোর প্রস্তুতি
একটু স্বস্তি সব ছেড়ে যাই যদি বৈরাগী গলি
ভাবনাকে দিই জলাঞ্জলি


গতকাল এইটুকু ভাঙ্গা তাল-সুর বৈঠা ধরেছে
খুঁজতে গিয়েছে ত্রিতাল
ফেরেনি আজও নিচু হয়ে  
ক্ষীণ পক্ষ্মপাতের তলানি
অবিচার দেখে প্রতিবাদী চোখ
ক্ষুব্ধতার জোয়ার
ভেঙ্গে পড়বার আগে উপায় নাহয় মধু বংশীর গলি
ভাবনাকে দিই জলাঞ্জলি


বর্ণ আর ধ্বনি মিলে অর্ধ নিজের স্তব্ধতা
ঘেরা উত্থান বর্ষ স্বর্ণ
দু-কথা  শুনিয়ে কি সুখ পাব  তা-ই
পাথর ভাঙ্গাই বৃথা
বেঁধে কুলো পিঠে নিজের প্রেতকে
নাহয় বলি সেধে
আয় হৃদয় দিয়ে হৃদয় জুড়ি, দু-চার কথা বলি
ভাবনাকে দিই জলাঞ্জলি