আমদের বড়ো গ্রামে,
আছে ছোট নদী।
সকালে উঠে রোজ,
মন ভরে দেখি।


পার হয়ে যায় লোক,
পার হয় গাড়ি।
নদীর পাশেই আছে,
মোর ছোট বাড়ী।


গ্রামের সাথে নদীর পথ,
চলে আঁকেবাঁকে।
দুই ধারে কাশবন,
খুশি হয়ে দুলে।


জেলেরা সব জাল নিয়ে,
নদীর মাছ ধরে।
আমরা সেই মাছ কিনে,
খাই মজা করে।


নানা রঙের পাখি থাকে,
থাকে বকেদের ঝাক,
ভোরের আগমনে হাঁসগুলি,
করে হাঁকডাক।


সূর্যের কিরণে জল,
ঝিলমিল করে,
কোমল হৃদয় মোর,
যায় দেখে ভরে।


চাষিরা ফসাল ফলায়,
নদীর মিষ্টি জলে।
দুই ধারে সবুজ আভায়,
শস্য গুলি দুলে।


গোসল করি মোরা,
থৈ থৈ জলে।
সুখের বন্যা হলে,
দুঃখ যাই ভুলে।


...... *** ......