প্রশ্ন করছো? উত্তর নাইবা দিলাম আজ।
তাই বলে কি কাদতে হবে,
কেন মুখ ফুলিয়ে মুছবে বলো কাজলের ঐ সাজ?
আহা থাকুক না এই আবেশ,
আরো কিছুটা কাল।
লুকিয়ে না হয় দেখি তোমায়,
মাঝ নদীতে উড়ুক তবে ভালবাসার পাল।


তোমায় না জেনেই করেছি আপন,
বুনেছি কালো রাতে কতনা রঙিন স্বপন।
সেই সাগর পাড়ের স্বপ্নগুলো কি কেবল আশা?
নাকি তুমি এসে করবে বরণ আমার ভালবাসা?
-আজনাদ (৫/১/১৯)