প্রেম না-পাওয়ার বেদনা থেকে উদ্ভূত সার্থকতা-
এতটা বিশাল হতে পারে আগে কখনোই জানিনি আমি।
জীবনভর প্রেম খুঁজেছি, কোনো নারীর হৃদয় নিংড়ানো বিশুদ্ধ প্রেম,
তন্ন তন্ন করে খুঁজেছি, উদ্ভ্রান্ত হয়ে খুঁজেছি, কিন্তু পাইনি।
প্রেম না-পাওয়ার ম্লান বেদনাগুলো অবশেষে আমাকে বানিয়েছে এক কবি,
ধু-ধু জলের মতো যার চোখ দুটি।
চোখের জল দিয়ে লিখেছি অজস্র হাজারো কবিতা।
কবি হয়ে পেয়েছি মানুষের ভালোবাসা,
অগণিত মানুষের আকাশচুম্বী ভালোবাসা।
ব্যর্থতার ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে চলে গেছি বহুদূর;
একসময় সফলতার পথ মাড়িয়ে পেয়েছি সার্থকতার ছোঁয়া,
ক্ষুদ্র খাঁচা থেকে বের হয়ে পাখি যেভাবে পায় অবারিত আকাশ,
নদী যেভাবে মোহনায় এসে পায় অনন্ত সাগরের বিশালতা।