আবার এসো তুমি
বিধান চন্দ্র ধর


তোমার ছবি কথা বলে
স্মৃতির পাতা থেকে,
হটাৎ করে কেন তুমি
গেলে এমন বেঁকে?
বারে বার ছবিতে দেখি
তোমার বদনখানি,
অতীত স্মৃতি পড়লে মনে
চোখে আসে পানি ।
বলেছিলে বন্ধু হয়ে
রইবে যে চিরদিন,
থাকবে পাশে ভালোবেসে
বাজিয়ে সুখের বীণ ।
বন্ধু বিহীন মনের কথা
কার কাছে যে বলি,
অভিমান সব ছেড়ে এসো
নতুন করে চলি ।
এই আহবান তোমার প্রতি
আবার এসো তুমি,
তোমায় নিয়ে যাব মোদের
প্রিয় মাতৃভূমি ।