মুখ ঢেকে নাও কন্যা তুমি
নজর যেন না লাগে,
দেখলে তোমার অপরুপ রুপ
মনে যে দোলা লাগে।
দীঘল কালো চুল যে তোমার
আঁধার মরে যায় লাজে,
হাটলে তাহার দোল খায় কটি
অন্তরে যেন কি বাজে।
বাঁকা চোখে তাকায় যখন
হৃদয়ে লাগে দোলা,
চিরল দাঁতের দেখলে হাসি
হয়ে যাই আত্মভোলা।
হলুদ মাখা গায়ের বরণ
অপরুপ হলদে পাখি,
রাঙা ঠোটের পরশ নিতে
জরিয়ে উষ্ঠে মাখি।
হৃদয়ে ঢেউ খেললো আজি
জোয়ারে ভরা মনে,
যতন করে রাখবো তোমায়
আসিও তুমি কনে।