মাঝির আর্তনাদ
বিধান
বর্ষা জোয়ারে নদী ভরেছে
না নিয়ে মাঝি একা,
ঝপাৎ ঝপ বৃষ্টি পড়ে
পায় না যাত্রী দেখা।
পাল তোলে না ভয়ার্ত মাঝি
দমকা বান বয়,
নাইতো কেউ সাথে যে তার
মনের কথা কয়।
ছা দুটো তার আশায় আছে
নিয়ে যাইবে দানা,
তাদের মায়ে উনুন চড়ি
বানিয়ে দিবে খানা।
দিবা গড়িয়ে বিকেল এলো
এলোনা কোন যাত্রী,
আধার ফিরে আসলো বুঝি
এখনি নামে রাত্রি।
উপোষ রবে ছা দুটো আজ
কেমনে যাবো ঘরে,
সহায় তুমি হওগো প্রভু
নয়তো যাবো মরে।