পথের শিশু
বিধান চন্দ্র ধর


পথে ঘাটে রাস্তার মোড়ে
কত শিশু ঘুরে,
পিতা মাতা নাইকো তাদের
রেখে গেছেন দূরে।
কারো পিতা গেছে মরে
মায়ের পেটে রেখে,
কেউবা আবার করছে বিয়ে
মেহেদী হাত মেখে।
পিতা মরে অনাথ হয়ে
আধপেটা হয়ে রয়,
কেউবা আবার ক্ষিদের জ্বালায়
দুঃখেরই বোঝা বয়।
গায়ে বড় করছে শুধু  
মায়ে গায়ে খেটে ,
তার পর হতে চলছে শুধু
পথে ঘাটে হেটে।
এই বয়সে থাকতো সদা
হাসি মাখা মুখে
পড়াশোনা করতো তারা
থাকতো অতি সুখে।