রাতের রাণী শিউলি ফুল
            বিধান


শিউলি  ফুটে শরৎ রাতে
সৌরভ যে ছড়ায়,
জেগে থাকে সারা নিশি
ঝরে ভোর বেলায়,
রাতের রানী হয়ে সে যে
খুশবু দিয়ে যায়,
সকাল বেলা দেখি তারে
ঐ গাছের তলায় ।
অর্পুব এক রুপের বাহার
শিউলি তলায় ভাই,
ফুলেরই বিছানা যেন
দেখতে আমরা পাই।
ফুল কুড়াতে আসছে তেড়ে
কিশোরীদের দল,
ফুলের সাঝি ভরে নিতে
করে যত ছল।
শিউলি ফুলের মালা গেঁথে
খোপায় গুজে দেয়,
তাই তো তারা রোজ সকালে
ফুল কুড়িয়ে নেয়।