শব্দের সাধন
বিধান চন্দ্র ধর


আমারও যে ইচ্ছে জাগে
ছড়া কাব্য লিখি,
তাইতো আমি সারাবেলা
ভাবি পড়ি শিখি।
কাব্য লিখতে শব্দগুচ্ছ
পুঞ্জিভূত করি,
শব্দ জমা হইলে মনে
কাগজ কলম ধরি।
নতুন নতুন শব্দ খুজি
সারাটা দিন ধরে,
শব্দ দিয়ে বাক্য সাজাই
মনের মতো করে।
শব্দের ভান্ডার ধারণ করতে
সাধন লাগে যত,
বিনা দ্বিধায় শিখবো আমি
শব্দ কতো শত।
শব্দের সাথে শব্দ দিয়ে
বাক্যের মালা গাঁথি,
শব্দের বাহার আনলো কতো
জ্ঞানী গুনীসাথী ।