তোমাকে বড় বেশী প্রয়োজন
বিধান চন্দ্র ধর


বেলা অবেলায় নিসঙ্গতায় , বিরহ বেদনা উৎফুল্লতায়
কিছু  বলতে -কিছু দেখতে,তোমাকে নিয়ে পথ চলতে
সুদর্শনা সুনয়না তুমি -দীঘল কালোকেশী,
মিষ্টভাষী তুমি. তোমাকে বড় বেশী প্রয়োজন ।
গ্রীস্মের উদাস দুপুরে ,বরষার বৃষ্টিস্নাত রাতে, শারদ প্রাতে
নয়নে নয়ন রেখে ,দুজন দুজনায় চাই হারাতে
অপরুপ রুপবতী তুমি ,সুদেহ তোমার -
অপুর্ব রমনী তুমি ,তোমাকে বড় বেশী প্রয়োজন ।
ঘোর কৃষ্ণকায় রাতে , আবছা আলো ছায়ায়- আলোকিত দিবষে
হাতে  রেখে হাত - কত গল্প কবিতা গান- চাই আমি শুনতে
কোকিল কন্ঠি তুমি, মুক্তা ঝড়া হাসি তোমার ,
স্বর্গের অপ্সরা তুমি, তোমাকে বড় বেশী প্রয়োজন ।
হেমন্তের ঊষায় ,ঘন কুয়াশার ভোরে -নীল গগন তলে
ধরে কোমল দুটি হাত, দিব পাড়ি তেপান্তরের মাঠ
ধর্মপরায়না তুমি,চমৎকার ব্যবস্থাপনা তোমার
পরিপাটি তুমি ,তোমাকে বড় বেশী প্রয়োজন ।
গাছে গাছে ফুটবে ফুল -ভরবে বাগ বাগিচা, ঋতুরাজ বসন্তে
বাগিচার ফুলের মাঝে তুমি, অপলক দৃষ্টিতে দেখবো তোমায়
গোলাপ রাঙ্গা ঠোট তোমার, টোল পড়া গাল ,
সত্যিই অপরুপা তুমি তোমাকে বড় বেশী প্রয়োজন ।