ভুতের ছানা
বিধান

ভুতের ছানা বসত করে
শেওড়া গাছের ডালে,
বলেছিল দাদী আমায়
ছোট্ট শিশুকালে।
দুপুর বেলা ঘরের চালে
তিড়িং বিড়িং নাচে,
মড়াৎ করে ঘাড় যে ভাঙে
পাইলে তাহার কাছে।
বাইরে যেতে তাইতো মানা
তপ্ত দুপুর বেলা,
ভুতরা তখন ছানা নিয়ে
নেচে করে খেলা।
এই বেলাতে খেয়ে দেয়ে
নিদ্রা যে দিতে হয়,
নইলে আবার এই সময়ে
ভুতেরা  দেখায় ভয়।