ভগ্ন হৃদয়ে হয়েছে উদয়
তব চাঁদ বদনের ছবি ।
নিশি দিন কাঁদে পড়ে নিয়তির ফাঁদে   বালার তরে আনকোরা এক কবি ।
যেন জোড়া দুটি পাখি কত মাখামাখি
করেছে ওরা দিন মান ।
খড় কুটার এক বাসা কত ভালবাসা
গেয়েছে কত গান কণ্ঠে তুলে মধুর তান ।
এখন নেই সেই দিন বেড়েছে প্রনয় ঋণ
একা একা ওদের নিশি দিন কাটে ।
থাকে দুরে দুরে আর ছটফটাইয়া মরে
বাস্তবতা বড়ই কঠিন বুঝতে পারে বটে