অক্ষশক্তি, মিত্র শক্তি
কেউ পারেনি দিতে মুক্তি।
পারেনি ক্ষুধা, দারিদ্র্য মিটাতে
শুধু পেরেছে মানুষ পিটাতে।
মহাকাল থেকে আগত মহাশক্তি যত
পৃথিবীর বুকে এনেছে মহা আকাল,ক্ষত।
সবাই মিলে খুলেছে নরক দুয়ার
গরীব মেরে করেছে ছারখার।
এখনও মুক্তি মেলেনি ক্ষুধার
এখনও পৃথিবী হতে পারেনি সবার।
অপশক্তি অপহরণ করেছে অবনীর শান্তি
আর কবে শুদ্ধ হবে শত শত ভূল ভ্রান্তি?
পৃথিবী মুক্ত হোক অজাচার, অনাচার হতে
গরীব মারার কল বিকল হোক এমনিতে।
এতো তেজ! এতো মিথ্যা!  এতো হিংস্রতা
এতোসব হতে পৃথিবী চায় স্বাধীনতা।
শালা সব জানোয়ার দোপেয়ে দৈত্য
শিক্ষিত নাকি!কলমের খোঁচা মারে নিত্য!
এসব জানোয়ারের জন্য পৃথিবী ধ্বংসের দিকে
হিংস্র শিক্ষিত সব দীক্ষিত দানবের থেকে।
কত সংঘ, কত রঙে শান্তি করেছে ভঙ্গ
শিক্ষিত সব পতঙ্গ সম গড়ে উচ্ছশৃঙ্খল শৃঙ্গ।


রচনাকাল ঃ ১৩/০৮/২০২২ ইং