তোমার মাথার এলোমেলো চুল, চুলের গন্ধ
তা-ই তো আমার একটি কবিতা।
তোমার আবৃত কালোমেঘ ভ্রু, চোখের পলক ঘনঘন ফেলা
তা-ই তো আমার একটি কবিতা।


তোমার মায়াবী বরণ দুইটি সুন্দর চোখ, চোখে ভালোবাসা মাখানো দৃষ্টি
তা-ই তো আমার একটি কবিতা।
তোমার ঠোঁটের কুটিকুটি বাঁক, পৃথিবীর সেরা দৃশ্য তোমার মধুমাখা হাসি
তা-ই তো আমার একটি কবিতা
তোমার মুখের টোলপড়া হাসি, তব বুক ভরা অসীম মমতা আর ভালোবাসা
তা-ই তো আমার একটি কবিতা।


তোমার প্রতিটি শ্বাসকার্যের পাঁজরের ওঠা-নামা যেন মোর গুঞ্জন গান
তা-ই তো আমার একটি কবিতা।
লম্বা চাঁদের মতন তোমার বাঁকা নজরের অবাক চাহনি, বাঁকা চোখে দেখা
তা-ই তো আমার একটি কবিতা।
তোমার পরশ-পাথর হাতের মধুর পরশ, তোমার ঠোঁটের মধু চুম্বন
তা-ই তো আমার একটি কবিতা।


তোমার শরীরে মাখানো খুশবু, আমার হাতের আলতো পরশ তব উদ্দিপনা
তা-ই তো আমার একটি কবিতা।
তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার চলন-তোমার বলন
তা-ই তো আমার একটি কবিতা।


তোমার গুচ্ছ গুচ্ছ প্রতিটি রাগ অভিমান, সব মুহূর্ত তা-ই তো আমার একটি কবিতা।
তোমার থেকেই পেয়েছি আবেগ, কিছু অনুভূতি, কিছু ভালোবাসা
তা-ই তো আমার একটি কবিতা।


ছন্দের সুরে তব পথচলা নানা অজুহাতে নানা কথা বলা
তা-ই তো আমার একটি কবিতা।
তব থুতনির মাঝে ভাঁজ পড়া, চঞ্চপুটের মাখানো রঙিন ঐ আল্পনা
তা-ই তো আমার একটি কবিতা।


তোমার কর্ণদুলের উপর পড়া ঝলমল সূর্য কিরণ
তা-ই তো আমার একটি কবিতা।
সহস্রকোটি বছরের আশা মিটে দেখে তব সুন্দর রূপ
তা-ই তো আমার একটি কবিতা।