গানের সুরে সুরে বলি- হে মোর জন্মভূমি
তুমি যে আমার গানেরই কলি।
কবিতার ছন্দে ছন্দে বলি- হে আমার সোনার বাংলা
তুমি যে আমার কবিতার বুলি ।
মনেরই আল্পনা দিয়ে আঁকি নানান ছবি
যেথায় প্রতিনিয়ত কাব্য লিখছে কত কবি!
দেখ বাংলার মাঠ ভরা দুলছে সোনালি ধান
ভরে উঠে মন সবার শুনেনদীর কলকল গান। যেখানে প্রতিদিন উড়ে লাল-সবুজের নিশান
এই বাংলায় আছে আমার রক্তেরই টান।
সোনালি স্বপ্নে মেতে উঠে সবাই, শান্তি লাগে বেশ লাখ শহিদের রক্তে গড়া এইসোনার বাংলাদেশ।