বর্ষ বিদায় মানে— বারো মাস হল শেষ।
বর্ষ বিদায় মানে— শুরু হয়ে গেল নতুন বছরের রেশ।
বর্ষ বিদায় মানে— পুরানো দিনের সবকিছু ভুলে যাই।
বর্ষ বিদায় মানে— পুরাতন ভুলে নতুনের গান গাই ।
বর্ষ বিদায় মানে— নবসূর্যের যেন ঝলমলে আলো ।
বর্ষ বিদায় মানে— মুছে দেব সব অন্ধকারের কালো।
বর্ষ বিদায় মানে— নতুন দিনের কবিতা হয়েছে লেখা।
বর্ষ বিদায় মানে— পুরাতন থেকে নতুনত্বকে শেখা ।
বর্ষ বিদায় মানে— রমণীর আঁকা ছবি।
বর্ষ বিদায় মানে— আমি হব এক ভালোবাসারই কবি।
বর্ষ বিদায় মানে— বন্ধুর সাথে অনেক মাস্তি-মজা ।
বর্ষ বিদায় মানে— নতুন বছর সুন্দর করে বোঝা ।
বর্ষ বিদায় মানে— অপেক্ষা হল শেষ।
বর্ষ বিদায় মানে— ঝলকিত হল দেশ।
বর্ষ বিদায় মানে— জীবনের সব নব নব রূপে সাজা।
বর্ষ বিদায় মানে— জীবনের গান বাজা।
বর্ষ বিদায় মানে— ভালোবাসি নবদিন,
বর্ষ বিদায় মানে— তবু পুরাতন ভুলব না কোনোদিন।