সারাদিন বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে
ফসল ফলাই ক্ষেতে আমি সাধারণ চাষি।
আমার দেশের সোনার মাটিতে সোনার ফসল ফলে
তাই তো দেশকে বড্ড ভালোবাসি।


দু'বেলা দু'টো ডাল-ভাত খেয়ে বাঁচি
জীবনে মিশে আছে সুখ-দুঃখ, আনন্দ-হাসি।
বায়ান্ন-একাত্তরে সোনার সন্তানেরা
জীবন দিয়ে দেশ করেছে মুক্ত,
তাই তো তাদের বড্ড ভালোবাসি।


শরতের সময়ে সোনালি ধান ঘরে আসে
গোলা ভরা ধান যেন মনে আনন্দ দেয় রাশিরাশি।
সবুজ-শ্যামলে ভরা অসম্ভব সুন্দর আমার
এ দেশকে বড্ড ভালোবাসি।