এ বিশ্ব-সংসারে আনন্দ-বেদনার
এক উদ্দীপনাএসে ভর করে মনে,
শুধু এক টুকরো সুখ পাব বলে
কতই না কিছু করে যাইপ্রতিটিদিন ক্ষণে-ক্ষণে ।


রক্তাক্ত আবেগ ধ্বংস করে দিয়ে যায়স্বপ্ন যত আছে, সুখগুলো ঘুরে বেড়ায় দূরে
সহজেই ভিড়তেচায়না কাছে।


বিশ্ব-সংসার একী পরিস্থিতিতে পরিণত হয়েছে! যেখানে কারোপ্রতি ভালোবাসা নাই
আমাকে কেউ একটু বল না-
কোথায় গেলে সুখের একটা সংসার খুজে পাই।


সহস্রকোটি বছর আমি প্রতীক্ষায় রয়েছি
কবে ফিরে পাব একটা সুখের সংসার?
তাই তো সুখের তরে আনমনে
কবিতা লিখি আমি বারবার।