'ফুলপরী' ডাকি তোমায়
বড্ড মধুময় এ নাম,
তব মৃদু হাসির তরে
ভেঙ্গে যায় সব অভিমান।
হাসে সব ফুলগুলো যখন
থাকে তব মুখে হাসি,
যখন তব মুখ গম্ভীর হয়
নুয়ে পড়ে যেন ফুল রাশি রাশি।
চোখ দুটি তোমার সুন্দর সেতো
মায়ার জলে ভরা,
তোমার হাসির রেখা ছড়িয়ে
পড়ুক পুরো বসুন্ধরা।
জ্যোৎস্না রাতে তোমায় লাগে
আরো বেশি ভালো,
আঁধার রাতে জোনাকির মত
ছড়িয়ে দিলে আলো।
পুষ্পবাগের রানী তুমি
আমার কল্পনার ধরা,
তোমার স্মৃতিগুলো নিয়েই আমার
কল্পনার পৃথিবীটা গড়া।
যে পৃথিবীতে নাই কোন অবহেলা
শুধু ভালোবাসা এবং ভালোবাসা,
যেখানে ভেঙ্গে যায় না
দেখা কোন স্বপ্ন, ভাঙ্গে না কোন আশা।
যখন একটু খারাপ হয় মন
'ফুলপরী' ডাকি তোমায়
বড্ড মধুময় এ নাম,
তব মৃদু হাসির তরে
ভেঙ্গে যায় সব অভিমান।
তোমার তরে সপে দিয়ছি মন
সপে দিয়ছি এ প্রাণ,
দেখেছি তুমি হাসির মাঝে
গেয়েছ হাসির গান।