হে মোর প্রেয়সী
তুমি এক ফুটন্ত গোলাপ,
প্রথম যেদিন দেখেছি তোমায়, লেগেছে ভালো
বেসেছি ভালো তোমার সাথে প্রথম যখন হয়েছে আলাপ ।


হৃদয়ের মাঝে লিখে রেখেছি তোমার নাম
প্রথম যেদিন পেয়েছি তোমার দেয়া খাম।
তোমার ঐ রূপে মোর আঁখি জুড়িয়ে গিয়েছে
তোমার ভালোবাসা মোরে পাগলও করেছে।
হাজারো ফুলের মাঝে তোমারে লেগেছে ভালো
তুমি যে মোর স্বপ্ন, সাধনার আলো।
ঝরে গিয়েছে বাগানের ফুল শতশত
তুমি রয়েছ মোর জীবনে প্রাণেরই মতো।
রেখেছি মনে করে সেই প্রথমদিনের কথা
বলেছিলে তুমি দিবে না কখনও মোরে ব্যথা।
জীবনে যত চাওয়া-পাওয়া মোর আছে
পূরণ হয়ে যায় সব তুমি থাকলে কাছে।
যদি তুমি আমারে ছেড়ে চলে যাও
থাকব তোমার আশায় জীবন ভর
হে প্রেয়সী করো না মোরে পর।
তোমারে রেখেছি মোর অন্তরে অন্তরে
তুমি থাকবে সারাটি জনম মোর
হৃদয়ের স্পন্দনে রাখব আপন করে।


হে মোর প্রেয়সী
তুমি এক ফুটন্ত গোলাপ,
প্রথম যেদিন দেখেছি তোমায়, লেগেছে ভালো
বেসেছি ভালো তোমার সাথে প্রথম যখন হয়েছে আলাপ।